12 July 2024
অ্যালোভেরা দিয়ে মাথা ধুয়ে নিন
credit: istock
TV9 Bangla
বেশিরভাগ শ্যাম্পুতেই সালফেট থাকে। এটি চুলের ক্ষতিই করে। তাছাড়া শ্যাম্পু মাখার পরও চুলের গোড়ায় ময়লা জমে থাকে।
শ্যাম্পুর সাধারণ কাজই হল চুল ও স্ক্যাল্পে জমে থাকা তেল, ময়লা, জীবাণু পরিষ্কার করা। অথচ, এটাই ঠিক ভাবে করে না অনেক শ্যাম্পু।
বেশিরভাগ ক্ষেত্রেই শ্যাম্পু ব্যবহারের পর চুল রুক্ষ হয়ে যায়। চুলের আর্দ্রতা হারিয়ে যায়। বাজারচলতি শ্যাম্পু সবসময় সেরা ফল দেয় না।
চুলের যত্নে সবসময় ভাল ফল এনে দেয় ভেষজ শ্যাম্পু। যদি সেই শ্যাম্পু আবার বাড়িতে তৈরি করেন, আরও উপকারিতা মিলবে।
সামান্য অ্যালোভেরা জেল দিয়েই বাড়িতে বানাতে পারেন শ্যাম্পু। প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই শ্যাম্পু।
তাজা অ্যালোভেরার পাতা কেটে নিন। পাতা থেকে অ্যালোভেরার নির্যাস বের করে নিন। অ্যালোভেরার জেল মিক্সিতে পেস্ট করে নিন।
এবার এই অ্যালোভেরার জেলের সঙ্গে রিঠা ভেজানো জল, ভিটামিন ই অয়েল ও জোজোবা অয়েল মিশিয়ে দিন। মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন।
প্রথমে বাজারচলতি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এরপর এই হোমমেড অ্যালোভেরা শ্যাম্পু চুলে মেখে ১৫ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।
আরও পড়ুন