4 July 2024
গায়ে মাখুন অ্যালোভেরার সাবান
credit: istock
TV9 Bangla
রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার কমবেশি সকলেরই জানা। যুগ যুগ ধরে এই ভেষজ উপাদানটি ব্যবহার হয়ে আসছে ত্বকের পরিচর্যায়।
সাধারণত ত্বকের যত্নে সাধারণত অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়। কিন্তু সেটা মুখে। হাত-পায়ের যত্নে কী ভাবে অ্যালোভেরা মাখবেন?
স্নানের সময় ব্যবহার করতে পারে অ্যালোভেরার সাবান। এটি ত্বক থেকে ময়লা পরিষ্কারের পাশাপাশি ত্বকের স্বাস্থ্য উন্নত করবে।
অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের খেয়াল রাখে। ত্বকের খেয়াল রাখে এটি।
অ্যালোভেরার পাতা কেটে জলে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর খোসা ছাড়িয়ে পাতা থেকে সমস্ত জেল বের করে নিন।
এবার এতে আমন্ড অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর তেল মিশিয়ে নিন। ১ কাপ জলে ৬-৭ চামচ কস্টিক সোডা মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
এতে মেশাতে পারেন পছন্দের এসেনশিয়াল অয়েল। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি সাবানের ছাঁচে রেখে ঠান্ডা করুন।
ফ্রিজে রেখে দিলেই দেখবেন সাবান জমে যাবে। এবার থেকে স্নানের সময় ব্যবহার করতে পারেন অ্যালোভেরার সাবান।
আরও পড়ুন