10th June, 2025

আয়নার মতো চকচকে মুখ চান? বাজারের সাবান ভুলুন, বাড়িতেই সহজে বানান

TV9 Bangla

Credit -  Freepik

বাজারে বর্তমানে নানা সাবান, ফেস ওয়াশ পাওয়া যায় ত্বক পরিষ্কার করার জন্য। তাতে যে সব যৌগ থাকে, তা সবসময় ত্বকের জন্য ভালো হয় না।

এ বার বাড়িতে সহজে বানিয়ে নিন এক সাবান। যা আপনার ত্বক করবে আয়নার মতো চকচকে। বেশ কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে এই সাবান সহজেই বানানো যাবে।

বাড়িতে বানানো সাবান নিয়মিত ব্যবহার করলে কয়েকদিনের মধ্যে ত্বকের দাগছোপ কমবে। ত্বক স্ফটিকের মতো পরিষ্কার দেখাবে।

সাবান তৈরিতে যা লাগবে-  ২-৩ টুকরো মুলতানি মাটি, ৪-৫ আলু (প্রায় হাফ কাপ রস বেরোনোর মতো), ২-৩ চামচ বেসন, ২ চা চামচ কফি, এক টেবিল চামচ অ্যালোভেরা, অর্ধেক লেবু ও বডি ওয়াশ।

বাড়িতে ত্বক উজ্জ্বল করার সাবার তৈরির প্রক্রিয়া - প্রথমে মুলতানি মাটি আলুর রসে ভিজিয়ে রাখুন। এই মাটি প্রায় আধা ঘন্টার মধ্যে নরম হয়ে যাবে।

এরপর এতে বেসন, অ্যালোভেরা, কফি, লেবুর রস যোগ করুন। সব জিনিস গ্রাইন্ডারে মিশিয়ে ভালো করে পিষতে হবে। ক্রিমি টেক্সচার তৈরি হলে বডি ওয়াশ যোগ করুন। এরপর একটি আইস কিউব ট্রেতে রেখে ফ্রিজে রাখুন।

প্রতিদিন মুখ ধোওয়ার সময় ফ্রিজ থেকে বরফের সাবান বের করে নিন। এটি আপনার পুরো মুখে বৃত্তাকার গতিতে লাগান।

এক থেকে দুই মিনিটের জন্য মুখে রেখে দিন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এইভাবে এটি ব্যবহার করলে ত্বক পুষ্টি পাবে, উজ্জ্বল হবে।