দুর্বল ও ভঙ্গুর চুলের যত্ন নিতে পারেন ঘরোয়া উপায়েই। প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া যেমন মজবুত হয়, তেমনি চুলে আসে জৌলুসও। জেনে নিন ঘরে তৈরি এমন কিছু হেয়ার প্যাক সম্পর্কে।
একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একটি ডিম ফেটিয়ে আধা কাপ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২টি ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ১ থেকে ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ৪৫ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। উপকার পাবেন।
আপেল সাইডার ভিনেগার জলের সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন। আলতো হাতে চুলের গোড়া ম্যাসাজ করুন এক মিনিট। এরপর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এ ছাড়া ব্যবহার করতে পারেন মেথির হেয়ার প্যাক।
মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এতে চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়ার সমস্যা কমে। পাশাপাশি নতুন চুল গজায়।
এক কাপ গ্রিন টি লিকার ঠান্ডা করে একটি ডিমের সঙ্গে মিশিয়ে নিন। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। আধ কাপ পাকা পেঁপে চটকে আধা কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ৪৫ মিনিটের জন্য লাগিয়ে রেখে এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
চুলের গোড়া মজবুত করতে পেঁয়াজের রস ব্যবহার করুন। চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। সপ্তাহে অন্তত ২ দিন এই রস ব্যবহার করলেই হবে।