04 April, 2024

মেকআপ করলে ব্রণ হয়? এই টোটকা মানুন

credit: istock

TV9 Bangla

যাঁদের ব্রণ-প্রবণ ত্বক, মেকআপ করলে ব্রণ ও র‍্যাশের সমস্যাও আরও বেড়ে যায়। ব্রণর ভয়ে কি মেকআপ করবেন না? খুঁজে নিন সমাধান।

মেকআপ করার আগে ত্বকের যত্নআত্তি করতেই হবে। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই তিন ধাপ কোনওভাবেই এড়ানো যাবে না।

মেকআপকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাইমার অপরিহার্য। মেকআপ শুরুর প্রথম ধাপই হল প্রাইমার। এই স্টেপ বাদ দিলে মেকআপ মনের মতো হয় না।

প্রাইমার ব্যবহার করলে ত্বকের খুঁতগুলো সহজেই ঢাকা পড়ে যায়। আর এই প্রাইমারই মেকআপের পর ব্রণর সমস্যা কমাতে পারে। 

বাজারচলতি প্রাইমারের বদলে বাড়িতে এই প্রসাধনী বানিয়ে নিন। এতে মেকআপও দীর্ঘস্থায়ী হবে এবং ব্রণর সমস্যাও  বাড়বে না সহজে।

এক চামচ কেওলিন ক্লে, এক চামচ অ্যারারুট পাউডার এবং চার চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। তৈরি প্রাইমার।

এবার এই প্রাইমারে দু'ফোঁটা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এই এসেনশিয়াল অয়েল ব্রণ, ফুসকুড়িকে প্রতিরোধ করবে।

এই হোমমেড প্রাইমার এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। মেকআপ শুরু করে আগে ফ্রিজ থেকে বের করে মুখে মেখে নিন।