05 February 2024
সতেজতা এনে দেবে পুদিনা পাতার সিরাম
credit: istock
TV9 Bangla
ত্বকের সমস্যা কমানো থেকে শুরু করে ফ্রেসনেস বজায় রাখে গোলাপ জল। এই একই কাজ করে আরও একটি ভেষজ উপাদান, পুদিনা।
গোলাপ জলের মতোই পুদিনা পাতাও ত্বকের জন্য অপরিহার্য। এই ভেষজ উপাদান ব্রণ থেকে শুরু ত্বকের বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়।
গোলাপ জল যেমন ত্বকে সতেজতা প্রদান করে, একইভাবে পুদিনা পাতায় ত্বকের প্রদাহ কমায়। এই দুই উপাদানই ত্বকের জন্য উপকারী।
গোলাপ জল ও পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে, বেশি কার্যকর ফেস সিরাম।
গোলাপ জল ও পুদিনা পাতা দিয়ে ফেস সিরাম বানিয়ে নিলে রোজই ব্যবহার করতে পারবেন। কীভাবে এই সিরাম বানাবেন রইল টিপস।
৮-১০টা তাজা পুদিনা পাতা নিয়ে পেস্ট করে নিন। পুদিনা পাতার রস ছেঁকে নিন। এবার এতে ১০ মিলি গোলাপ জল মিশিয়ে দিন।
একদম শেষে পুদিনা পাতা ও গোলাপ জলের সঙ্গে ৭-৮ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। তৈরি ফেস সিরাম। ঢেলে রাখুন কাচের শিশিতে।
প্রতিদিন মুখ ধোয়ার পর এই ফেস সিরাম ত্বকে মাখুন। এটি সতেজতা ভাব আনার পাশাপাশি ত্বকে সমস্যা কমাবে এবং আর্দ্রতা ধরে রাখবে।
আরও পড়ুন