8 February 2024

ব্রণর দাগ দূর হবে মিন্ট টোনারে

credit: istock

TV9 Bangla

পুদিনা পাতা ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক পরিস্কার করতেও সাহায্য করে।

অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় ত্বকের মধ্যে ছিদ্রগুলিতে আটকে থাকা ময়লা বের হয়ে ত্বককে পরিস্কার রাখে।

ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্ত পেতে মিন্ট টোনার আপনি বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারেন।

কীভাবে মিন্ট টোনার তৈরি করবেন? ১ কাপ পুদিনা পাতা নিয়ে তাতে প্রায় আধ কাপ জল নিয়ে একটু কম আঁচে ফুটিয়ে নিন।

ফুটে গেলে অভেন বন্ধ করে দিন। তারপর পাত্রের উপর ঢাকনা দিয়ে রেখে দিন। তাহলেই কাজ শেষ।

ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে নিন। দিনে ২-৩ বার মুখে টোনার হিসেবে ব্যবহার করুন।

ত্বকের জন্য টোনার কতটা কার্যকরী তা আপনারা সবাই জানেন। এটি কার্যকরভাবে ছিদ্র পরিষ্কার করে এবং ত্বককে শক্ত করে।

পুদিনা টোনার স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ, এটি ব্রণ প্রতিরোধ করে এবং ব্রণের দাগও দূর করে।