18th July, 2025

জানলার কাচের দাগ উঠছে না? চা পাতা এ ভাবে ব্যবহার করলেই হবে পরিষ্কার

Credit - Pinterest 

TV9 Bangla

যাদের বাড়ির জানলা কাচের, তা নিয়মিত পরিষ্কার করা জরুরি। তেমনটা না হলে জানলায় থাকা কাচের গায়ে ময়লার আস্তরণ পুরু হয়ে থাকে।

সবসময় জানলার কাচ চকচকে রাখা সহজ নয়। মার্কেটে কাচ পরিষ্কার করার নানা তরল পাওয়া যায়। যদি তা না ব্যবহার করতে চান, তা হলে ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন।

সবার বাড়িতেই কমবেশি চা খাওয়া হয়। এই চায়ের পাতাই আপনার জন্য হতে পারে মুশকিল আসান। বাড়িতে থাকা এই জিনিস ব্যবহার করলেই কাচ হবে চকচকে।

কী কী প্রয়োজন এর জন্য? বাড়ির জানলার বা অন্য কোনও জায়গার কাচ পরিষ্কার করার জন্য একটি তরল মিশ্রণ তৈরি করতে হবে।

১০-১৫টি ব্যবহৃত টি-ব্যাগ বা সমপরিমাণ ব্যবহার করা চায়ের পাতা নিতে হবে। তাতে জল দিয়ে মিশ্রণ বানাতে হবে।

একখানা পাত্রে ৩০০ মিলিলিটার জলে টি-ব্যাগ বা চা পাতা মেশাতে হবে। সেটি হালকা আঁচে গরম করে নিন। লিকার বেরোলে গ্যাস বন্ধ করতে হবে।

ওই মিশ্রণটি ঠান্ডা হলে তাতে ৫০ মিলিলিটার কাচ পরিষ্কার করার তরল যোগ করতে হবে। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে নিন।

জানলার কাচে ওই স্প্রে করার পর তা ১-২ মিনিট রেখে একটি স্বচ্ছ, পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। পুরনো খবরের কাগজও ব্যবহার করতে পারেন।