24 June 2024
হোমমেড ক্রিম দিয়ে বলিরেখা তাড়ান
credit: istock
TV9 Bangla
রাতে যে ৭-৮ ঘণ্টা ঘুমান, এই সময় শরীর পুনরুজ্জীবিত হয়। ক্ষত নিরাময় হয়। তার সঙ্গে ত্বকের কোষও মেরামত হয়।
রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক আরও উন্নত হয়। এতে ত্বকের বার্ধক্যও সহজেই এড়ানো যায়।
বিশেষজ্ঞরাও মনে করেন, নামীদামি নাইট ক্রিমের চেয়ে অনেক বেশি কার্যকর বাড়ির তৈরি নাইট ক্রিম। আপনিও বানাতে পারেন এটি।
বাড়িতে নাইট ক্রিম যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। বরং, এতে ত্বকের জেল্লা আরও বাড়ে।
কেশর, গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা, আমন্ড অয়েলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে নাইট ক্রিম তৈরি করুন।
কাগজের টিস্যুতে কয়েকটা কেশর নিয়ে তাওয়াতে সেঁকে নিন। তারপর একটি বাটিতে আমন্ড অয়েল নিন। এতে কেশর মিশিয়ে দিন।
এরপর এতে অ্যালোভেরা জেল, গোলাপ জল ও ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। মিশ্রণটি ফেটিয়ে নিলেই তৈরি নাইট ক্রিম।
রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভাল করে ধুয়ে নিন। এরপর এই কেশরের তৈরি নাইট ক্রিম মেখে নিন। এতে মুখে বলিরেখা পড়বে না।
আরও পড়ুন