20 February 2024
কেশর দিয়ে ঢেকে ফেলুন ত্বকের খুঁত
credit: istock
TV9 Bangla
বিশ্বের সবচেয়ে দামী মশলা কেশর। এক গ্রাম কেশরের দাম প্রায় ৩০০ টাকা। হবে না-ই বা কেন, কেশরের উপকারিতাও যে অনেক।
কেশর খেলে যেমন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়, তেমনই ত্বকেরও জেল্লা বাড়ে। ত্বক সংক্রান্ত সমস্যাকে দূরে রাখে কেশর।
প্রতিদিন মুখে কেশর মাখলে ত্বক ফর্সা হবে। দাগছোপ ও ব্রণ কমবে। কিন্তু এত দামী মশলা রোজ ব্যবহার করা একেবারেই সম্ভব নয়।
ত্বকের সমস্যা দূর করতে কেশরের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে পকেটও টান পড়বে না আর ত্বকও উজ্জ্বল হয়ে উঠবে।
১ টেবিল চামচ চন্দন গুঁড়ো ও ২-৩টি জাফরানের সঙ্গে ২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে নিন।
ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে হাতে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটি ব্যবহার করুন।
১ চামচ দুধে ২-৩টে কেশর ভিজিয়ে রাখুন। এরপর এতে ২ ফোঁটা নারকেল তেল, গোলাপ জল ও চিনি মিশিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন।
এই হোমমেড স্ক্রাব মুখে মাখুন এবং হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের জেল্লা বাড়বে।
আরও পড়ুন