22 June 2024
এক চিমটে হলুদ ত্বককে ফর্সা করবে
credit: istock
TV9 Bangla
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও পুরোদমে বর্ষা আসতে এখনও দেরি আছে। রোদ, গরমের হাত থেকে এখনই মুক্তি নেই। এতেই বাড়ছে ত্বকের বয়স।
রোদে বেরোলে ত্বকের উপর ট্যান পড়ে। তাছাড়া ইউভি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। কম বয়সেই ডেকে আনে ত্বকের বার্ধক্য।
ত্বকের যাবতীয় সমস্যাকে দূর করতে একা হলুদই যথেষ্ট। ব্রণ ও দাগছোপ দূর করার পাশাপাশি ত্বককে ফর্সা করতে সাহায্য করে হলুদ।
হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি যৌগ মেলে। এটি ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে।
নিয়মিত হলুদ দিয়ে রূপচর্চা করলে, শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছর ত্বক ভাল থাকবে। কিন্তু কীভাবে হলুদ দিয়ে ত্বকের যত্ন নেবেন? রইল টিপস।
২ চামচ টক দইয়ের সঙ্গে ১/৪ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করুন।
১ চামচ চন্দন গুঁড়োর সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের সমস্যা কমায়।
২ চামচ বেসন, ১ চামচ দুধ ও ১/২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের জেল্লা বাড়বে।
আরও পড়ুন