28 June 2024

মুখে লোম তুলুন হোমমেড ওয়াক্স দিয়ে 

credit: istock

TV9 Bangla

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের জেরে ত্বকে বাড়ে লোমের আধিক্য। হরমোনের ভারসাম্য বজায় রাখার পরও লোমের পরিমাণ কমে না।

একে লোমের আধিক্য বেশি। তার উপর ওপেন পোরসের সমস্যা। মুখে উপর দিনের পর দিন জমছে ময়লা, ব্যাকটেরিয়া, ব্ল্যাকহেডস।

আজকাল মুখের লোম তুলতেও ওয়াক্সিংয়ের সাহায্য নেওয়া হয়। ফেসিয়াল ওয়াক্সিং ত্বকে থেকে লোমের পাশাপাশি ময়লাও দূর করে দেয়।

পার্লারে গিয়ে ফেসিয়াল ওয়াক্সিং করালে ত্বকে র‍্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি বাড়িতেই ওয়াক্স বানিয়ে লোম তুলতে পারেন। 

২ চামচ চিনির সঙ্গে ১/২ কাপ জল ও ১ চিমটে হলুদ মিশিয়ে নিন। এতে ২ চামচ বেসনও মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ফোটাতে হবে।

মিশ্রণটি ঘন ও চটচটে হওয়া পর্যন্ত কম আঁচে ফুটিয়ে নিন। চটচটে হলেই বুঝবেন ওয়াক্স তৈরি। এরপর একটু ঠান্ডা করে ব্যবহার করুন।

প্রথমে মুখ ধুয়ে মুছে নিন। এরপর ঠোঁটের উপর, থুতনিতে মোটামুটি যেখানে লোম আছে সেখানে এই হোমমেড ওয়াক্স লাগিয়ে নিন।

মিনিট কুড়ি রাখুন। এরপর শুকনো তোয়ালে দিয়ে ঘষে ঘষে লোম তুলে নিন। এরপর মুখ ধুয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।