acne
insomnia 3

6 May, 2024

ফেসপ্যাক মাখার আগে এই কাজ করলে ব্রণ কমবে

credit: istock

image

TV9 Bangla

acne (1)

হরমোনের ভারসাম্যহীনতা থেকে শুরু করে অত্যধিক পরিমাণে ফাস্ট ফুড খাওয়া—বিভিন্ন বিষয় দায়ী ব্রণর পিছনে। রয়েছে ভুল স্কিন কেয়ারও।

acne (2)

বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টি-অ্যাকনি পণ্য উপলব্ধ। কিন্তু সেগুলো কতটা কার্যকর এবং তার কী পার্শ্বপ্রতিক্রিয়া, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। 

acne (3)

প্রসাধনী ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে ব্রণ তাড়ান। এতে শুধু ব্রণ কমবে না, প্রদাহও কমবে। এমনকি ত্বকের স্বাস্থ্য উন্নত হবে।

ব্রণ দূর করতে মধু ও দারুচিনির ফেসপ্যাক ব্যবহার করুন। তার সঙ্গে স্কিন কেয়ারে যোগ করুন টি ট্রি অয়েলকেও। দুর্দান্ত ফল পাবেন।

টি ট্রি অয়েলের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়। ফেসওয়াশে এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখ পরিষ্কার করুন।

মধু ও দারুচিনির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এই ফেসপ্যাক ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে।

ব্রণ ও প্রদাহ কমানোর পাশাপাশি মধু ও দারুচিনির ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ২ চামচ মধুর সঙ্গে ১ চামচ দারুচিনির গুঁড়ো মেশান।

মধু ও দারুচিনির ফেসপ্যাক বানিয়ে ত্বকের উপর লাগান। ১০-১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন।