তোয়ালে-চিরুনিরও রয়েছে এক্সপায়ারি ডেট
23 November 2023
ব্রাশ, তোয়ালে—দিনের পর দিন একটাই ব্যবহার করে আসছেন? এই ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও এক্সপায়ারি ডেট রয়েছে।
ঘরে পরার জুতো ছিঁড়ে না যাওয়া পর্যন্ত ব্যবহার করেন? ঘরে পরার জুতো ৬ মাস অন্তর বদলান। এতে ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি কমবে।
একই সাবান মাখার জালি মাসের পর মাসে ব্যবহার করবেন না। ত্বকের সমস্যা এড়াতে চাইলে ২ মাস অন্তর লুফা পরিবর্তন করুন।
রং নষ্ট হয়ে গেলেও তোয়ালে চটজলদি নষ্ট হয় না। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা উচিত নয়। এক বছর পরই বদলে ফেলুন তোয়ালে।
দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় রাখতে চান? প্রতি মাসে ব্রাশ পরিবর্তন করুন। ৩ মাসের বেশি একই ব্রাশ ব্যবহারে মাড়ির সমস্যা বাড়ে।
মাঝেমধ্যে চিরুনি পরিষ্কার করেন কিন্তু বদলান না। চুলের দেখভাল করার জন্য প্রতি বছর নতুন বছর ব্যবহার করুন।
পছন্দের পারফিউম, তা কম ব্যবহার করেন যাতে বছর তিনেক চলে? ভুল করছেন। এক বছরের বেশি সুগন্ধি ব্যবহার করবেন না।
দৌড়ানোর জন্য আলাদা জুতো রয়েছে। কিন্তু সেটা খুব একটা ব্যবহার হয় না? তবু সেই জুতো এক বছরের বেশি ব্যবহার করবেন না।
আরও পড়ুন