31 May 2024

ঘরে পিঁপড়ের উপদ্রব? তাড়াবেন কীভাবে?

credit: istock

TV9 Bangla

একটু বৃষ্টি পড়লেই বাড়িতে পিঁপড়ের উপদ্রব। তাছাড়া খাবারের এক টুকরোও মাটিতে পড়ে থাকলে পিঁপড়ে ছেঁকে ধরে। 

বাড়ি পরিষ্কার রাখতে গেলে এবং পিঁপড়ে তাড়াতে হলে ঘরের কোথাও যেন খাবার না পড়ে থাকে, সে দিকে খেয়াল রাখুন।

পিঁপড়ে তাড়ানোর জন্য ঘর মোছার সময় ভেষজ কীটনাশক ফ্লোর ক্লিনার ব্যবহার করুন। এগুলো পিঁপড়ে-পোকামাকড় তাড়াবে।

মধুর কৌটোতে পিঁপড়ে ভিড় করলেও দারুচিনির গা ঘেঁষে না। তাই চিনি বা মধুর কৌটোর চারপাশে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে রাখুন।

একটি স্প্রে বোতলে অর্ধেক ভিনিগার ও অর্ধেক জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঘরের কোণায় ও মেঝেতে স্প্রে করুন। পিঁপড়ে পালাবে।

ভিনিগারের বদলে জলের সঙ্গে নুন মিশিয়েও ঘরে স্প্রে করতে পারেন। ভিনিগার বা নুন জল দিয়ে ঘরের মেঝেও মুছতে পারেন।

ঘরের যে কোণায় পিঁপড়ে উৎপাত সবচেয়ে বেশি, সেখানে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখুন। মরিচের ঝাঁজে পিঁপড়ে পালাবে।

বাজারে পিঁপড়ে তাড়ানোর চক পাওয়া যায়। ঝক্কি পোহাতে না চাইলে চকের গুঁড়ো পিঁপড়ের গর্তে‌র সামনে ছড়িয়ে দিন।