16 February 2024

ঘরোয়া উপায়েই তুলুন ঘাড়ের কালো দাগ

credit: istock

TV9 Bangla

মুখ হাতের ট্যান তুলে ঝকঝকে থাকার চেষ্টা করছেন। আর এদিকে হঠাৎ করেই লক্ষ্য করছেন ঘাড়ে খেয়াল করছেন অযাচিত কালো দাগ।                                                               

পিঠ কাটা জামা পড়তে গেলে ভাবতে হচ্ছে দশ বার। কীভাবে মুক্তি পাবেন এই কালো দাগ থেকে? পার্লারে যাওয়ার প্রয়োজন নেই।                                                               

আপনি বাড়িতেই তুলে ফেলতে পারবেন ঘাড়ের কালো দাগ। রইল কিছু ঘরোয়া উপায়।                                                                                                                            

ত্বক ঘটিত যে কোনও সমস্যা হলে অ্যালোভেরা জেল অব্যর্থ। অ্যালোভেরা জেল খুব সহজেই ত্বকের ডার্কনেস দূর করে।                                                               

অ্যালোভেরা জেলে থাকা মিনারেল, ভিটামিন ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।                                                                                                                  

তাই ঘাড়ের কালো দাগ দূর করতে সামান্য জেল নিন দিয়ে ঘাড়ে স্ক্রাব করুন। তারপরে তা কিছুক্ষণ রেখে দিন। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।                                                               

এছাড়া যদি বাড়িতে অ্যালোভেরা জেল না থাকে, তাহলে দই ব্যবহার করতে পারেন। ত্বককে পরিষ্কার করতে আরও দুর্দান্ত জিনিস হল দই।                                                               

দু'চামচ দই নিয়ে ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। প্রায় পনেরো মিনিট এভাবেই রেখে দিন। তারপর পর ধুয়ে ফেলুন।