28 February 2024

পায়ের নখের হাল খারাপ?

credit: istock

TV9 Bangla

মুখ আর ত্বকের যত্ন নিতে ভোলেন না। কিন্তু পায়ের যত্ন নিতে গেলেই আর সময় হয় না?                                                      

মুখের যত্ন করলেও, হাত পায়ের বেলা অনেকেই বেশ উদাসীন। তাই অযত্নের ফলে হাতে, পায়ের নখের হাল খারাপ হতে শুরু করে।                                                      

বিশেষ করে পায়ের নখ। তাই পায়ের নখ উজ্জ্বল করতে টুথপেস্টের সাহায্য নিতে পারেন।                                                      

এক্ষেত্রে নখে টুথপেস্ট লাগিয়ে নিন এবং তারপর ব্রাশ বা স্ক্রাবার দিয়ে ঘষে নিন ভাল করে।                                                      

কিছুক্ষণ অপেক্ষা করে, এরপর পরিষ্কার জল দিয়ে নখ ধুয়ে ফেলুন। অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।                                                      

পরিষ্কার কাপড় দিয়ে পা মুছে শুকিয়ে নিন। এবার নখে অলিভ অয়েল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।                                                      

এতে নখের ময়লা দূর হবে এবং নখ সুন্দর দেখাবে। এভাবে নখ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন সপ্তাহে ৪ দিন।                                                      

তবে পায়ের নখ ভাল রাখতে চাইলে, তার প্রতিদিন যত্ন নেওয়া খুব প্রয়োজন।