কেবল শীতকাল নয়, বাঙালিদের সারা বছরের সঙ্গী বোরোলিন। প্রসাধনী হলেও এই ক্রিম জড়িয়ে রয়েছে বাঙালির আবেগের সঙ্গে। কিন্তু মাঝে হঠাৎই পড়ে যায় বোরোলিনের চাহিদা।
বোরোলিনের তাই প্রয়োজন ছিল নতুন করে ফিরে আসা। কিন্তু কী সেই পথ? কী ভাবে ফিরবে গ্রাহক? সেই পথ কিন্তু দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন নতুন মোড়কে চেনা পরিচিত ব্যবসাকে নতুন করে শুরু করার নানা পরামর্শ তিনি হামেশাই দিয়ে থাকেন। কী করলে ব্যবসার উন্নতি হতে পারে তাও বাতলে দিয়ে থাকেন তিনি।
বোরোলিনের কর্তাদের সেই পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক অনুষ্ঠানে নিজেই নির্মাতাদের ডেকে তিনি জানান, টিউবে বোরোলিন শক্ত হয়ে যাচ্ছে তাই বিক্রিও কমছে।
নির্মাতাদের বোরোলিনকে আগের থেকে একটু সফট আধুনিক করার বিষয়ে নজর দিতে বলেন তিনি। ঠোঁটে দিলে যাতে মোটা আঠালো না লাগে সেই দিকেও নজর দিতে বলেন।
একই সঙ্গে বোরোলিন ফ্লেভার নিয়ে আসার কথাও বলেন মুখ্যমন্ত্রী। চন্দন ফ্লেভারের বোরোলিন নিয়ে আসতে বলেন। মুখ্যমন্ত্রী পরামর্শ মেনে নিয়েছিলেন বোরোলিনের কর্তারা।
এখন অনান্য কোম্পানির মতোই বোরোলিনের ছোট ছোট কৌটোয় বাজারে পাওয়া যায়। টিউবের সঙ্গে ছোট এই কৌটোর বিক্রি বেড়েছে।
সব সময়ে ছোট অথচ এফেক্টিভ পরিবর্তনের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ ছোট ছোট বুদ্ধিতেই ব্যবসায় অনেক কিছু করা যায়।