31 March 2024

নেলপলিশ বেশিদিন নখে থাকতে চায় না?

credit: istock

TV9 Bangla

নেলপলিশ নখে বেশি দিন টিকে থাকতে চায় না? তাহলে উপায় কী? মেনে চলতে পারেন এই টিপস।                      

কী করলে আপনার নেলপলিশ অনেকদিন নখে থাকবে, সে বিষয়ে সাজেশন দেওয়া হল।                                                                       

নেলপলিশ একবার লাগিয়ে শুকিয়ে নেওয়ার পর আরও একবার লাগান। অর্থাৎ টপকোট দিন।                                                                               

যে কোনও ধরনের নেলপলিশনেই টপকোট দিতে পারবেন। এতে যেমন গ্লসি হবে, তেমনই নেলপলিশ বেশ কিছুদিন স্থায়ী হবে।                      

টপ কোটের মতোই বেস কোট লাগিয়ে নিন। অর্থাৎ নখের উপর খুব হালকা ভাবে নেলপলিশের একটা কোট দিন।                      

দ্বিতীয় কোটে নেলপলিশের আসল  রং বোঝা যাবে। এরপর হবে টপ কোট।                                                                               

ত্বকের ক্ষেত্রে সানস্ক্রিন যেমন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, তেমনই নেলপলিশ লাগানোর আগে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন।                      

দিনে অন্তত দু’বার হ্যান্ড ক্রিম লাগানোর অভ্যেস থাকলে নখ আর্দ্র থাকে। নখ শুষ্ক থাকলে নেলপলিশ লাগালে দ্রুত উঠে যাওয়ার সম্ভবনা থাকে।