5 NOV 2024

আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কিনা বুঝবেন কী ভাবে?  

credit: getty images

TV9 Bangla

হোয়াটসঅ্যাপ আজকাল অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত কথাবার্তা, বন্ধুদের সঙ্গে চ্যাট থেকে অফিসের প্রয়োজনীয় ফাইল, তথ্য আদানপ্রদান করতে, সবেতেই গুরুত্বপূর্ণ এই অ্যাপ।     

তবে মানুষের ডিজিটাল নির্ভরতা বৃদ্ধির সঙ্গে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যাও। রোজ নানা উপায়ে খোয়া যাচ্ছে মানুষের লক্ষ লক্ষ টাকা।

এমনকি ফাঁস হয়ে যাচ্ছে মানুষের ব্যক্তিগত ছবি, থেকে তথ্যও। কালোবাজারে সেই সব তথ্য চড়া দামে বিক্রিও হচ্ছে দেদার। যার যথা সম্ভব অপব্যবহার করা হচ্ছে। যা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না তারকা থেকে সাধারণ মানুষও।

এমনকি নানা কারণে আড়ি পাতা হয় আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটেও। যার মাধ্যমে অনায়াসে ফাঁস হয়ে যাতে পারে আপনার সব তথ্য! কী করে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কিনা?

একটু সচেতন থাকলেই কিন্তু বোঝা সম্ভব, কেউ কোনও ভাবে হোয়াটসঅ্যাপে আড়ি পাতছে কিনা। হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ঢুকলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসে।

ফোনের নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গেই বেজে ওঠে নোটিফিকেশন টোন বা ঘণ্টিও। কিন্তু হঠাৎ যদি নোটিফিকেশন আসার সময় আওয়াজ বন্ধ হয়ে যায় তাহলেই সাবধান।

নোটিফিকেশন আসা বন্ধ হওয়া গেলে বুঝতে হবে কেউ হয়তো আপনার ব্যক্তিগত তথ্য পড়ে ফেলছে বা আড়ি পাতছে। কোনও অপরিচিত বিষয় সম্পর্কে নোটিফিকেশন এলেও সতর্ক হতে হবে।

অন্য কোনও ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কিনা তা দেখে নিন আপনার মোবাইল থেকে। ওয়েবের মাধ্যমে কোথাও লগ ইন করলে তাও লগ আউট করে দিন।