2  april 2024

বাড়ির তৈরি এই স্ক্রাব একদিন মুখে ঘষে দেখুন...

credit: istock

TV9 Bangla

স্কিন এক্সফোলিয়েশন অর্থাৎ স্ক্রাব করে ত্বকের মরা কোষ তুলে ফেলার জন্য দৈনিক রূপচর্চায় রাখুন ‘সুগার স্ক্রাব’।                     

এমনিতে স্বাস্থ্যের পক্ষে চিনি বিশেষ ভাল নয়। তবে রূপচর্চায় কাজে লাগে চিনি।                                                                                

মধু, লেবু, হলুদ এবং আরও অনেক কিছুর সঙ্গেই চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়। স্নানের আগে এই স্ক্রাব ব্যবহার করে ফেলুন।                     

আজ দেখে নিন গ্রিন টি এবং চিনির স্ক্রাব কীভাবে বানাবেন? গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ।                     

এর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। ত্বকের জন্য গ্রিন টি-র ফেসপ্যাক সবসময়েই খুব উপকারী।                     

ব্রনর সমস্যা দূর করতে গ্রিন টি-র ফেসপ্যাক কাজে লাগে। এর সঙ্গে এক চামচ চিনি আর সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন।                     

তারপর একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। এই প্যাক মুখে মাখলে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে।                     

এই ফেসপ্যাক মুখের মধ্যে জলে থাকা সমস্ত ময়লা দূর করবে। ফলে ত্বক লাগবে ঝকঝকে এবং ফ্রেশ।