18 March 2024
গরম চায়ে জিভ পুড়েছে? প্রথমেই করুন একাজ
credit: istock
TV9 Bangla
অনেক সময় চা-কফি খেতে গেলে গরম জিভ পুড়ে যায়। আর তারপরে সঙ্গে সঙ্গে অনেকেই জল খান।
কিন্তু তাতে সাময়িক আরাম পেলেও কয়েক মিনিট পরেই জ্বালা করতে শুরু করে।
তাই গরম কোনও খাবারে জিভ পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ফ্রিজে টকদই থাকলে জিভের পোড়া জায়গায় অল্প করে রেখে দিন।
এতে জ্বালাভাব থেকে মুক্তি পাবেন। এছাড়া জিভের পোড়া জায়গায় মধু দিতে পারেন। এতে জ্বালা ভাব কমে। ফোসকাও পড়ে না।
জিভ পুড়ে গেলে ঠাণ্ডা দুধ খেতে পারেন। এতে জ্বালা ভাব কমে যায়। ফলে দুধে ভরসা রাখতেই পারেন।
অনেক পুরনো পন্থা হলেও এখনও এর উপর ভরসা রাখেন বহু মানুষ। পোড়া জায়গায় একটু চিনি রেখে দিন।
জিভে চিনি গলে গেলে জিভে জ্বালাও কমবে, মুখে স্বাদও ফিরবে। সেই সঙ্গে পোড়া ঠিকও হয়ে যাবে।
পোড়া জায়গায় অ্যালোভেরা জেল লাগালে জ্বালা ভাব থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে জিভের পোড়া জায়গাতেও লাগাতে পারেন।
আরও পড়ুন