13 April, 2024
গরমে স্বস্তি মিলবে এই উপায়ে স্নান করলে
credit: istock
TV9 Bangla
ত্বকের যত্নের সঙ্গে গোলাপ জলের নিবিড় সম্পর্ক। গরমে ত্বকের অস্বস্তি থেকে এক নিমেষে মুক্তি দিতে পারে গোলাপ জল।
বেশিরভাগ ক্ষেত্রে গোলাপ জল ব্যবহার হয় টোনার বা ফেস মিস্ট হিসেবে। গোলাপজল ত্বকের স্নিগ্ধতা, আর্দ্রতা আর সতেজতা বজায় রাখে।
মুখে গোলাপ জল স্প্রে করলে সতেজতা পাওয়া যায়। অনেকে গোলাপ জলকে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করেন। এতেও উপকার মেলে।
গোলাপজলের মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। এটি ত্বকের র্যাশ, লালচেভাব, জ্বালাভাব কমাতে সহায়ক।
শুষ্ক ত্বক থেকে শুরু করে তৈলাক্ত ত্বকের উপরও ব্যবহার করা যায় গোলাপ জল। এটি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
টোনার, ফেস মিস্ট কিংবা ফেসপ্যাক হিসেবে গোলাপ জল ব্যবহার করার পাশাপাশি আরও একটি উপায়ে এটি ব্যবহার করতে পারেন।
স্নানের জলেও মেশাতে পারেন গোলাপ জল। এতে গরমের দিনে শরীরে স্বস্তি পাবেন। এতে শরীর ও মন দুটোই তরতাজা হয়ে উঠবে।
স্নানের জলে গোলাপ জল মেশালে ত্বকের সমস্যা কমবে। পাশাপাশি কমাতে পারবেন মানসিক চাপ। সারাদিন ফুরফুরে থাকবেন।
আরও পড়ুন