10 May, 2024
কোঁকড়ানো চুল শ্যাম্পু করবেন কীভাবে?
credit: istock
TV9 Bangla
চুল ছোট হোক বা লম্বা, কোঁকড়া চুল থাকলে তার একটু বেশিই যত্ন নিতে হয়। তাছাড়া কোঁকড়ানো চুল মুখের গড়ন পাল্টে দেয়।
স্বাভাবিক চুলের থেকে একটু আলাদা হয় কোঁকড়ানো চুলের যত্ন। তাছাড়া কোঁকড়ানো চুলে জট পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
কোঁকড়ানো চুলের জন্য যেমন বিশেষ শ্যাম্পু থাকে, তেমনই এর যত্ন নেওয়ার পদ্ধতিও আলাদা হয়। কীভাবে কোঁকড়ানো চুল খেয়াল রাখবেন, দেখে নিন।
কোঁকড়ানো চুল শ্যাম্পু করার ২০ মিনিট আগে চুলে মাস্ক কিংবা কন্ডিশনিং অয়েল মেখে নিন। শাওয়ার ক্যাপ পরে নিন। তারপর শ্যাম্পু করুন।
কোঁকড়ানো চুল হলেও আপনার স্ক্যাল্প তৈলাক্ত বা শুষ্ক, সে দিকে খেয়াল রেখেই শ্যাম্পু বেছে নিন। স্ক্যাল্প পরিষ্কার হয়, এমন শ্যাম্পু ব্যবহার করুন।
শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। কন্ডিশনার আপনার চুলকে দূষণ, ইউভি রশ্মি ও ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।
শ্যাম্পু করার পর ঠান্ডা জল ব্যবহার করুন। এতে চুল রুক্ষ হবে না। আর শ্যাম্পু করার পর পাখার হাওয়াতে চুল শুকিয়ে নিন। ব্লো ড্রাই করবেন না।
প্রথমে আঙুল দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। এরপর বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। একদম শেষে হেয়ার সিরাম মেখে নিন।
আরও পড়ুন