6 March 2024
গলায় মাছের কাঁটা বিঁধলে দ্রুত কী করবেন?
credit: istock
TV9 Bangla
মাছ ছাড়া বাঙালির ভাত হজম হয় না। তা সে ছোটই হোক বা বড়, পাতে মাছের কোনও পদ না হলে বাঙালির চলে না। বাঙালিকে অনেকে মেছো বিড়ালও বলেন অনেকে।
ছোট মাছ খেতে খেতে অনেক সময় গলায় বিঁধে যায়। আবার বড় মাছ দেখে না খেলে ছোট ছোট কাঁটা গলায় আটকে যায়। এই পরিস্থিতিতে কী করবেন, জেনে নিন...
গলায় মাছের কাঁটা বিঁধে গেলে খুব কষ্ট হয়। তাই চটপট স্বস্তি পেতে পাতে শুকনো সেদ্ধ ভাত দলা পাকিয়ে গিলে নিন। তারপর অনেকটা জল পান করুন।
একেবারে না গেলে, কাঁটা না যাওয়া পর্যন্ত বারবার করতে থাকুন। ভাত না খেলে মুড়ি বা গরম দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে, দলা পাকিয়ে গিলে নিতে পারেন।
এছাড়া বাড়িতে পাকা কলা থাকলে একবার কামড় অল্প চিবিয়ে ঢক করে গিলে নিতে হবে। তাতে কাঁটা গলা দিয়ে নেমে যায়।
এছাড়া নুন ও লেবুর গাঢ় মি্শ্রণ বানিয়েও খেতে পারেন। তা যদি না পারেন, লেবু চুষে খেলে কাঁটা পাতলা হয়ে গিয়ে গলা দিয়ে নেমে যায়।
যদি কোনওভাবেই না নামে, তাহলে হালকা গরম জলে নুন মিশিয়ে পান করতে পারেন। তাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন।
এরপরেও যদি কাঁটা না নেমে থাকে, তাহলে দ্রুত কাছের কোনও চিকিত্সাকেন্দ্রে বা চোখ-কান-গলার চিকিত্সকের কাছে যাওয়া উচিত।
আরও পড়ুন