1st July, 2025

বসে, শুয়ে নাকি দাঁড়িয়ে, কীভাবে ওষুধ খাওয়া শরীরের জন্য ভালো, কোনটা খারাপ?

TV9 Bangla 

Credit - Getty Images 

শরীর খারাপ হলেই ডাক্তাররা নানা রকম ওষুধ দেন। কখনও ট্যাবলেট তো কখনও ক্যাপসুল। দিনে কতবার তা খেতে হবে, সেটাও বলে দেন তাঁরা।

ডাক্তাররা দিনে কতবার একটি ক্যাপসুল বা ট্যাবলেট খেতে হবে সেটা বলে দিলেও তাঁরা বলেন না, ওষুধ কেমন অবস্থায় খাবেন।

অর্থাৎ শুয়ে, বসে নাকি দাঁড়িয়ে কীভাবে ওষুধ খাওয়া শরীরের জন্য ভালো, তা সেভাবে সব চিকিৎসকরা বলে দেন না।

চিকিৎসকদের মতে, শুয়ে বা দাঁড়িয়ে নয়, সোজা হয়ে বসে ওষুধ খাওয়া ভালো। রক্তচাপ, স্নায়বিক কার্যকারিতার দিক থেকে দেখতে হলে বসে ওষুধ খাওয়া সবচেয়ে ভালো।

বসে বসে ওষুধ খাওয়া সবচেয়ে ভালো। তবে কিছু কিছু বিশেষ ওষুধের ক্ষেত্রের চিকিৎসকরা বলে দেন তা যেন রোগী শুয়ে শুয়েই খান।

কারণ কিছু ওষুধ এমন থাকে, যা খাওয়ার পরই মাথা ঘুরে যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে বা বসে ওষুধ খেলে সেই রোগীর সমস্যা হতে পারে।

ওষুধ গিলে ফেলার পর শরীরে কী হয়? কেউ যখন একটি ট্যাবলেট বা ক্যাপসুল গিলে ফেলেন, তা গলা দিয়ে পেটে চলে যায়। সেখানে ট্যাবলেট বা ক্যাপসুল ফুলে যায়, ভেঙে যায়।

বিঃ দ্রঃ - উপরিল্লিখিত সকল বক্তব্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে। এই বিষয়ে TV9 Bangla-র কোনওরকম দায় নেই।