গঙ্গায় কটা ডুব দিলে ধুয়ে যাবে সব পাপ? শঙ্করাচার্য বলেন...
credit: PTI
TV9 Bangla
পুণ্য অর্জনের লক্ষে প্রতিদিন লাখ লাখ মানুষ ভিড় করছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজে, ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলায়।
কনকনে ঠান্ডায় ডুব দিচ্ছেন গঙ্গায়। তবে এই ঠান্ডায় স্নান করে পুণ্য অর্জন করতে গেলে সঠিক নিয়ম মানাটাও জরুরি।
মহাকুম্ভে স্নানের পদ্ধতি ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বর সরস্বতী। তিনি বলেন, শরীর নয় মনের ময়লা দূর করতেই মহাকুম্ভে আসা উচিত।
এখানে স্নান করার সঠিক নিয়ম হল প্রথমে নিজের বাড়িতে স্নান করে নেওয়া। তারপর অন্তরের বা মনের অশুচি ভাবনা ধুয়ে ফেলার উদ্দেশ্যে গঙ্গা স্নান করা উচিত।
গঙ্গায় স্নান করার সময় ডুব দিয়েই সঙ্গে সঙ্গে জল থেকে বেরিয়ে আসতে হবে। তিন বার ডুব দেওয়ার কথা বলা হয়েছে। সবার আগে নিজের জন্য ডুব দেওয়া উচিত।
দ্বিতীয় ডুবটি দেওয়া উচিত বাবা-মায়ের জন্য এবং তৃতীয় ডুব দেওয়া উচিত গুরুর জন্য তাঁর নাম করে। প্রথমে সঙ্গমে জল পান করা উচিত এবং তারপর সেই জল মাথায় ছিটিয়ে নেওয়া উচিত।
এই পদ্ধতি শরীরের তাপমাত্রাও বাইররে তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। মানসিক শুদ্ধির জন্যই মহাকুম্ভে গঙ্গা স্নানে আসা উচিত বলে মত একাংশের।
চিকিৎসকদের মতে গঙ্গা স্নানে যাওয়ার আগে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। না হলে বড় বিপদ হতে পারে। দুর্বল স্বাস্থ্য়ের কারণে এই ঠান্ডায় স্নান করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই ৬ জন পুণ্যার্থী।