13 MAY 2025

পাকিস্তানে মোট ক'জন হিন্দু থাকে জানেন?

credit:Getty Omages

TV9 Bangla

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিসক্স ক'দিন আগেই প্রকাশ্যে এনেছে ২০২৩ সালের পাক জন গণনার রিপোর্ট। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটিরও বেশি।

মোট জনসংখ্যার মধ্যে ৯০ শতাংই ইসলাম ধর্মালম্বী। ওই রিপোর্ট অনুসারে পাকিস্তানে বসবাসকারী মুসলিমদের মধ্যে আবার বেশিরভাগই সুন্নী।

এছাড়াও আছেন শিয়া মুসলিমরাও। শিয়া-সুন্নী বা মুসলিমরা ছাড়াও পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশই অনান্য ধর্মালম্বী।

পাকিস্তানের সংখ্যালঘুদের মধ্যে যেমন আছে হিন্দু। তেমনই আছে খ্রীস্টান, শিখ ধর্মালম্বী মানুষরাও। জনসংখ্যার হিসাব বলছে, বর্তমানে সংখ্যালঘুদের মধ্যে শক্তিশালী হিন্দুরাই।

পাকিস্তানের মোট জনসংখ্যার ২.১৭ শতাংশ এখন হিন্দু ধর্মালম্বী। অর্থাৎ প্রায় ৫২ লক্ষ হিন্দুর বাস পাকিস্তানে।

হিন্দুদের বেশির ভাগ বাস ভারত লাগোয়া সিন্ধ প্রদেশে। হিসাব বলছে প্রায় ৪৯ লক্ষ পাকিস্তানি হিন্দু এই সিন্ধ প্রদেশে থাকেন। এই সংখ্যা ইসলাম প্রধান দেশে হিন্দুদের অবস্থানের প্রতীক।

গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে পাকিস্তানে সংস্কৃতি তথা সমাজ এবং প্রশাসনে স্থান পেয়েছে হিন্দুরা। ২০০০ সালে প্রথম নীতি বদলে পাকিস্তানি সেনায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় হিন্দুদের।

২০০৬ সালে পাক সেনায় প্রথম হিন্দু ক্যাপ্টেন নিয়োগ হয়। ২০২২ সালে দুই হিন্দু জওয়ানকে লেফট্যানেন্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়।