কথায় বলে 'কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই', সচরাচর অচেনা কারও সঙ্গে কোনও বিষয়ে খুব মিল থাকলে, এই কথা বলে থাকি আমরা। আসলে কুম্ভ মেলায় ভক্ত সমাগমের কারণে হারিয়ে যান অনেকেই।
প্রতিদিন লাখ লাখ ভক্ত সমাগম ঘটছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। ৪৫ দিনে প্রায় ৪৫ কোটি পুণ্যার্থীর আগমন হবে এই 'মহাকুম্ভে; বলে ধারণা প্রশাসনের।
মহাকুম্ভ শুরু হওয়ার আগে থেকেই ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। আর সেই ভিড়েই তীর্থ করতে প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু মানুষ।
সেই সব মানুষকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই সরকারের তরফে বিশেষ বুথের ব্যবস্থা করা হয়।
প্রশাসনের তরফ থেকেই প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে মহাকুম্ভে এসে বহু মহিলা নিজের স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বয়স্করাও অনেকেই হারিয়ে গিয়েছিলেন।
যদিও পরে সেই বিশেষ বুথের মাধ্যমে নিজের কাছের মানুষকে ফিরে পান অনেকেই। মহাকুম্ভের প্রথম দিন ছিল পৌষ পূর্ণিমা। প্রায় ১ কোটি ভক্ত সমাগম ঘটে ওই দিন।
সেই ভিড়েই হারিয়ে গিয়েছিল প্রায় ২৫০ জন। উত্তর প্রদেশ সিভিল ডিফেন্স ওয়ার্ডেন নীতীশ কুমার দ্বিবেদী জানান প্রথম দিনে ২৫০ জন পুণ্যার্থী তাঁদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
লস্ট অ্যান্ড ফাউন্ড বুথে জানানোর মাত্র দেড় ঘন্টার মধ্যেই তাঁদেরকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়ে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে।