শিবরাত্রিতে কটা শিব লিঙ্গের পুজো করলে পূরণ হয় মনস্কামনা?
credit: Meta AI
TV9 Bangla
তিনি আদি, তিনি অন্ত, তিনিই জ্ঞানের আধার, আদ্যাশক্তির মহা সরূপ। তিনি স্বয়ং মহাদেব। যুগে যুগে বিভিন্ন রূপে পূজিত তিনি।
২৬ ফেব্রুয়ারি আবার মহা শিবরাত্রি। এই দিন গোটা দেশ জুড়ে পূজিত হবেন দেবাদিদেব। শিব পুরাণ মতে কলি যুগে পার্থিব অর্থাৎ মাটির তৈরি শিব লিঙ্গের পুজো করলে পূরণ হয় মনস্কামনা।
কত সংখ্যক পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে তাঁর পুজো করবেন তা কিন্তু মনস্কামনার ওপর নির্ভর করে। শিব পুরাণে কোন কীসের জন্য কটা শিব লিঙ্গ তৈরি করতে হবে তা উল্লেখ কর আছে।
বুদ্ধি লাভের জন্য সদ্ভাবনার সঙ্গে এক হাজার পার্থিব শিবলিঙ্গের পুজো করা উচিত। শুদ্ধ মাটি দিয়ে নিজের হাতে বানাতে হবে সেই শিব লিঙ্গ।
দীর্ঘ দিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন? ধন লাভের জন্য দেড় হাজার ও বস্ত্র লাভের জন্য ৫০০ শিবলিঙ্গের পুজো করা উচিত।
যে সব নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশা রাখেন, তাঁরা ১ হাজারটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন।
যাঁরা দয়ার অনুভূতি কামনা করছেন তাঁরা তিন হাজার পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পুজো করবেন। আবার যে ব্যক্তি মোক্ষ লাভ করতে চায়, তাঁরা এক কোটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে উপাসনা করুন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।