15th July, 2025

মাসে কতবার মুখে ব্লিচ করা নিরাপদ?

Credit - Pinterest 

TV9 Bangla

আজকাল মহিলারা উজ্জ্বল ত্বকের প্রচুর পরিমাণে ব্লিচ ব্যবহার করছেন। মুখে ব্লিচ করলে শুধু মুখের উজ্জ্বলতাই বাড়ে না, ট্যান দূর করতেও সাহায্য করে।

এ বার প্রশ্ন হল মাসে কতবার মুখ ব্লিচ করা নিরাপদ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা। মাঝে মাঝে কোনও অনুষ্ঠান, বিয়ে বা ফটোশুটের সময় মুখে ব্লিচ লাগান অনেকে।

ফেস ব্লিচ মুখের লোমকে কালো থেকে সোনালী করে তোলে। যাতে ত্বকের রঙ হালকা দেখায় এবং এটি অল্প সময়ের জন্য ত্বককে উজ্জ্বল করে তোলে। পাশাপাশি ট্যান দূর করতেও উপকারী।

অতিরিক্ত ব্লিচ ব্যবহার করা ভালো নয়। এতে অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। তাই সীমিত পরিমাণে এটি ব্যবহার করা উচিত।

মাসে কতবার মুখ ব্লিচ করা উচিত? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাসে একবার মুখ ব্লিচ করাই যথেষ্ট। কারণ আমাদের মুখের লোমের বৃদ্ধি খুব কম।

এই পরিস্থিতিতে, যে কারও মাসে মাত্র একবার ব্লিচ করা উচিত। এর চেয়ে বেশিবার ব্লিচ করলে ত্বকে লালভাব বা চুলকানির মতো সমস্যা হতে পারে।

কাদের ব্লিচ করা উচিত নয়? ব্লিচ মুখের লোমকে অক্সিডাইজ করে ও সোনালি করে। এতে অ্যামোনিয়া ও হাইড্রোজেন পারঅক্সাইড থাকে। যা ত্বকে খুব বেশি প্রতিক্রিয়াশীল নয়।

যাদের ত্বক সংবেদনশীল তাদের ব্লিচ করা ঠিক নয়। তা না হলে সংবেদনশীল ত্বকের সমস্যা আরও বাড়তে পারে। ব্লিচ করার পর সম্ভব হলে রোদ এড়িয়ে চলতে হবে।