সারা জীবনে কতবার আধার কার্ডে থাকা ভুল তথ্য পরিবর্তন করা যায়?
credit: Getty Images
TV9 Bangla
ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য কিছু নথি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আছে নির্বাচনী কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড।
এই সব কার্ড বানানোর সময় অনেক ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায়। যা পরবর্তীকালে সমস্যা হয়ে দাঁড়ায়। ভুল তথ্য এন্ট্রির কারণে আধার বা অনান্য কার্ডকে নথি হিসেবে ব্যবহার করা যায় না।
UIDAI, ভারত সরকারের আধার কার্ড পরিচালনাকারী সংস্থা সেই সব ভুল ঠিক করে নেওয়ার অপশন দেয়। আধার কার্ডে থাকা তথ্য সহ নিজের ছবি সবই পরিবর্তন করা যায়।
কিন্তু প্রশ্ন হল আপনি কতবার আধার কার্ডে আপনার তথ্য পরিবর্তন করতে পারেন। UIDAI আধার কার্ডে সব ধরনের তথ্য আপডেট করার নির্দিষ্ট কিছু সীমা রয়েছে। চাইলেই কিন্তু যতবার খুশি তথ্য আপডেট করা যায় না।
UIDAI-এর নিয়ম অনুসারে সারা জীবনে মাত্র দু'বার আপনি নিজের নাম আধার কার্ডে পরিবর্তন করতে পারেন। যদিও কিছু বিকল্প সঠিক কারণ থাকলে নাম পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়।
জন্মতারিখ জীবনে একবার পরিবর্তন করতে পারেন সারা জীবনে। নিজের লিঙ্গ আধার কার্ডে একবার পরিবর্তন করতে পারবেন।
তবে নিজের ছবি, বাড়ির ঠিকানা এবং মোবাইল নম্বর পরিবর্তনের জন্য কোনও নির্দিষ্ট নিয়ম বা সীমা বাঁধা নেই। অর্থাৎ আপনি যতবার খুশি আপডেট করতে পারেন।
মনে রাখবেন প্রতিবার আধার কার্ড আপডেট করার জন্য আলাদা ফি দিতে হবে। আধার কেন্দ্র বা আধার কার্ডের অফিশিয়াল পোর্টালে গিয়ে আপনি আধার কার্ডে তথ্য পরিবর্তন করতে পারেন।