স্পার্ম ডোনেশনও যে একটা পেশা হতে পারে, তা হয়তো ভিকি ডোনার না দেখলে অনেকে জানতেই পারতেন না।
ভারতে এখনও স্পার্ম ডোনেশন নিয়ে লুকোছাপাই করা হয়। তবে এই স্পার্ম ডোনেশন করে কত টাকা আয় হয়, জানেন?
ভারতে খুব অল্প সংখ্যকই রেজিস্টার্ড স্পার্ম ব্যাঙ্ক ও ফার্টিলিটি ক্লিনিক রয়েছে, যেখানে স্পার্ম ডোনেশনের বিনিময়ে টাকা পাওয়া যায়।
এই টাকার অঙ্ক ৫০০ টাকা থেকে ২০০০ টাকা হতে পারে। ডোনারের শারীরিক অবস্থা সহ একাধিক বিষয় বিচার করেই এই টাকা ধার্য করা হয়।
যদি কোনও ব্যক্তি সপ্তাহে দুইবার স্পার্ম ডোনেট করেন, তবে মাসে ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।
দিল্লি, মুম্বই বা বেঙ্গালুরুতে এই কাজের চাহিদা অনেক বেশি। সেখানে মাসে ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে।
স্পার্ম ডোনার বাছাইয়ের ক্ষেত্রে অনেক কিছু যাচাই করা হয়। যাদের শিক্ষাগত যোগ্যতা ভাল যেমন চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুক্রাণুর চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে টাকাও বেশি পাওয়া যায়।
আবার কারোর যদি নীল বা সবুজ চোখ হয়, বা ৬ ফুট উচ্চতা হয়, সেক্ষেত্রেও টাকা বেশি পাওয়া যায়।
ভারতীয় দম্পতিদের মধ্যে, যারা আইভিএফের মাধ্যমে সন্তান ধারণ করতে চান, তারা অনেকেই শক্তিশালী জিনের জন্য ফর্সা, সুঠাম দেহ, শারীরিকভাবে সুস্থ যুবকদের পছন্দ করেন।
তবে বিদেশে স্পার্ম ডোনেশনের ক্ষেত্রে ভারতের তুলনায় অনেকটাই বেশি টাকা পাওয়া যায়।
আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ায় প্রতিবার স্পার্ম ডোনেশনে ১০০ ডলার পাওয়া যায়। সেক্ষেত্রে মাসিক আয় ১৫০০ ডলারের বেশি হতে পারে, যা ভারতীয় মুদ্রায় ১.২৬ লক্ষ টাকার কাছাকাছি।