31st December, 2024
শীতকালে ডিম খাচ্ছেন? জানেন ঠিক না ভুল করছেন?
Credit - Getty Images
TV9 Bangla
শীতকালে খাদ্যাভাসে চিকিৎসকরা নানা বদলের কথা বলেন। রোজ পাতে নানা শাকসবজি ও ফল যোগ করা দরকার। পুষ্টির দিকেও বিশেষ খেয়াল রাখতে হয়।
শীতকালে রোজ আপনার কি রয়েছে ডিম খাওয়ার অভ্যাস? জানেন আপনি শীতকালে প্রতিদিন ডিম খেয়ে ঠিক না ভুল করছেন?
ডিম প্রোটিনের অন্যতম সেরা উৎস। নিয়মিত ডিম খেলে শরীরে নানা উপকার হয়। ডিম অত্যন্ত স্বাস্থ্যকর এক খাবার।
পুষ্টিবিদ প্রিয়া পালিওয়াল জানিয়েছেন, শীতকালে প্রতিদিন ১ থেকে ২টি ডিম খাওয়া শরীরের জন্য ভালো। এতে মেলে উপকার।
শীতে প্রতিদিন ১টি বা ২টি ডিম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে নানা রোগ শরীরকে ছুঁতে পারে না।
ডিম যেহেতু প্রোটিন সমৃদ্ধ এক খাবার, তাই এটি খেলে পেট ভরে এবং খিদেও কম পায়। তাই রোজ ডিম খেলে ওজন নিয়ন্ত্রণ করা যায়।
ডিমে ভিটামিন এ রয়েছে। যা চোখের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চোখের নানা সমস্যা কমাতে সাহায্য করে ডিম। তাই রোজ এটি খেলে মিলবে উপকার।
ডিমে ভিটামিন এ, ডি, ই, ফোলেটের পাশাপাশি সেলেনিয়াম, আয়োডিন, ফসফরাস ও জিঙ্কের মতো পুষ্টি উপাদান রয়েছে।
Learn more