অল আউট-গুড নাইটের কারণেই বাড়ছে না তো বিদ্যুৎ বিল?
Credits:, Getty Image, X
TV9 Bangla
গ্রীষ্মকাল মানেই মশার বাড়তি উৎপাত। আর কেউ যদি কলকাতা শহরের বাসিন্দা হন, তা হলে এই জমা জলে বাড়ন্ত ডেঙ্গি সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে।
এই মশার উৎপাত থেকে বাঁচার উপায় সাধারণ ভাবে দু'টি, এক কোনও মশা মারা ধূপ জ্বালানো। কিন্তু এগুলির ধোঁয়ার কারণে বাড়ে শ্বাসকষ্ট।
দ্বিতীয়টি হল, মশা মারার বৈদ্যুতিক যন্ত্র, যার মধ্যে পড়ে থাকে All Out কিংবা মশা মারার বৈদ্যুতিক ব্যাট।
কিন্তু এই অল আউট বা গুড নাইটের মতো যন্ত্রগুলি কত টাকা বৈদ্যুতিক বিল টানে ভেবে দেখেছেন? এর জন্য বাড়ে না তো আপনার বাড়ির বিদ্যুৎ বিলের খরচ?
এই মশার উৎপাত থেকে বাঁচতে মশারির ব্যবহারও করা যেতে পারে। কিন্তু তা কত জনই বা করেন? মশারির ভিতরে ঢুকলে গরমে প্রাণ হয় ওষ্ঠাগত। তাই বিকল্প বৈদ্যুতিক যন্ত্র।
এই অল আউট কিংবা গুড নাইটের মতো যন্ত্রগুলির ৫ থেকে ৭ ওয়াটের বিদ্যুৎ ব্যবহার করে থাকে। অর্থাৎ একটি নন-LED নাইট বাল্বের মতোই এই মেশিনগুলির বিদ্যুৎ খরচ।
এক মাসের খরচ কত হতে পারে? হিসাব বলছে, যদি কেউ এই যন্ত্রগুলি সারাদিনে টানা ১০ ঘণ্টা ব্যবহার করে। তা হলে বিদ্যুৎ খরচ হবে আধা ইউনিট।
এক মাসের হিসাবে মোট বিদ্যুৎ খরচ হবে প্রায় ১০ ইউনিট। কলকাতায় ইউনিট প্রতি খরচ প্রায় সাত টাকা। অর্থাৎ এক মাসের খরচ পড়বে ৭০ টাকা।