9 FEB 2025

নাগা সাধুদের থাকে নিজস্ব আইনসভা, সরকারও! কী ভাবে তার নির্বাচন হয় জানেন?

credit:PTI

TV9 Bangla

কিছুদিন আগেই শেষ হয়েছে মহাকুম্ভের তৃতীয় মহাস্নান বা বলা ভাল অমৃত স্নান। বসন্ত পঞ্চমীতে তৃতীয় অমৃত স্নান শেষ করেই নিজেদের আস্তানায় ফিরে যেতে শুরু করেছেন নাগা সাধুরা।

অথচ কিছুদিন আগে অবধিও কুম্ভ প্রাঙ্গনে গেলেই, ধরা পড়ত একটাই ছবি। অসংখ্য প্লাস্টিক বা কাপড়ের তাবু। তাঁর সামনে বা ভিতরে বসে তপস্যায় মগ্ন নাগা সাধুরা। সামনে জ্বলছে আগুন।

এরপরেই তৃতীয় অমৃত স্নান ছেড়ে ফিরে আসতে শুরু করেন নাগা সন্ন্যাসীরা। এটা কিন্তু নতুন সরকার গড়ার ঐতিহ্যের একটা ধাপ।

ঐতিহ্য এবং নিয়ম কানুন মেনেই আখাড়ার সাধুরা কুম্ভের সময় নতুন সরকার গঠন করেন। দেশের মতোই আখাড়ার নিজস্ব আইনসভা, সরকার থাকে।

কুম্ভ থেকে প্রস্থান সেই আইনসভা নির্বাচনের প্রথম প্রক্রিয়া। পঞ্চ পরমেশ্বরের নির্বাচন, যা আখাড়ার সর্বোচ্চ আইনসভাও হিসাবে পরিচিত, তা এই সময় নির্বাচন করা হয়।

ধর্মের পতাকার নীচে মহানির্বাণে সম্পন্ন হয় এই প্রক্রিয়া। নির্বাচিত হয় ১৬ জন সদস্যের আইনসভা। সব আখাড়াতেই পালিত হয় এই নিয়ম।

এই সময় কোনও বহিরাগতকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। নির্বাচনের সময় কেবল ওই আখাড়ার নাগা সাধুরা উপস্থিত থাকেন।

নির্বাচন প্রক্রিয়ার শেষে ঐতিহ্য মেনে নাগা সাধুরা নাগ ভাল দেবতা প্রস্থান শোভাযাত্রা বের করেন। সেই শোভাযাত্রার মাধ্যমে কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করেন তাঁরা।