21st January, 2025
বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন?
Credit - Canva
TV9 Bangla
অনেকেই রোজ পোশাক পরার পর তা কেচে নেন। কিন্তু জিন্সের ক্ষেত্রে এমনটা করা ঠিক নয়। জিন্স অতিরিক্ত কাচলে রং ফ্যাকাশে হয়ে যায়।
অনেকেই বিভিন্ন রংয়ের জিন্স পরেন। তবে জিন্সের রং নতুনের মতো রাখতে পারেন না। তার অন্যতম কারণ, ভুল উপায়ে জিন্স কাচা। এবং ঘন ঘন কাচা।
নোংরা কাপড় জামা পরিষ্কার করার জন্য অনেকে গরম জলে তা কাচেন। ডেনিমের ক্ষেত্রে এটি করা ঠিক নয়। তা হলে রং চটে যায়।
ডেনিম সব সময় ঠান্ডা জলে কাচা উচিত। এবং তা কাচার সময় উল্টোদিক করে নেওয়া দরকার। তা হলে রং দীর্ঘদিন ভালো থাকে।
ওয়াশিং মেশিনে জিন্স কাচলে তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর জিন্স সাধারণ উপায়ে কাচলে তাতে ব্রাশ ঘষা একেবারেই ঠিক নয়।
একবার পরার পর জিন্স কাচার কোনও মানে হয় না। জিন্সের প্যান্ট কতদিন পর কাচা উচিত, তা নিয়ে নানা গবেষণাও হয়েছে।
একাধিক গবেষণায় উঠে এসেছে, জিন্সের প্যান্ট কম করে ১০ বার পরার পর তা কাচা ভালো। তাতে জিন্সের মান ও রং দুটোই ভালো থাকে।
জিন্স কাচার পর তা কড়া রোদে শুকোতে দেওয়া ঠিক নয়। বেশি রোদ জিন্সে পড়লে রং ফিকে হয়ে যাওয়ার সম্ভবনা বাড়ে। হালকা রোদে জিন্স শুকোতে দেওয়া উচিত।
আরও পড়ুন