29 April, 2024

কত দিন অন্তর আইব্রো প্লাক করানো উচিত?

credit: istock

TV9 Bangla

মুখের সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত আইব্রো প্লাক করেন অনেকেই। ভ্রুর সুন্দর শেপ পাওয়া জন্য অতিরিক্ত লোম তুলতেই হয়।

কেউ সুতো দিয়ে আইব্রো প্লাক করেন। আবার কেউ ফেসিয়াল ওয়াক্সের সাহায্য নেন। কিন্তু আপনার জন্য কোনটি আদর্শ বুঝবেন, কীভাবে?

ফেসিয়াল ওয়াক্সে খুব ভাল ভাবেই ভ্রুর অতিরিক্ত লোম উঠে যায়। কিন্তু মনের মতো শেপ পাওয়ার জন্য সুতির সাহায্যে থ্রেডিং করাই ভাল।

থ্রেডিং করলে চোখ, আঁখিপল্লবের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। পাশাপাশি ফেসিয়াল ওয়াক্সে ত্বকে র‍্যাশ বেরিয়ে যাওয়ার ঝুঁকিও বেশি।

অনেক সময় থ্রেডিং করার পরও কপালে র‍্যাশ বেরোয়, জ্বালাভাব বাড়ে। আইব্রো প্লাকের পর ত্বকের যত্ন নেওয়া দরকার। কীভাবে নেবেন?

আইব্রো প্লাকের পর কপালে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। হাতের কাছে অ্যালোভেরা জেল না থাকলে বরফও লাগাতে পারেন কপালে।

থ্রেডিং করান বা ফেসিয়াল ওয়াক্স, কত দিন অন্তর আইব্রো প্লাক করালে মুখশ্রী সুন্দর দেখাবে, জানেন? এই প্রশ্নের উত্তরও রয়েছে।

সাধারণত তিন থেকে চার সপ্তাহ অন্তর আইব্রো প্লাক করানো উচিত। তবে, যদি রোমের আধিক্য বেশি থাকে, সেক্ষেত্রে ১৫ দিন অন্তর থ্রেডিং করান।