18 June 2024
ক'দিন অন্তর চুল কাটা উচিত?
credit: istock
TV9 Bangla
মনের মতো চুল পেতে হলে তার দেখভাল করাও জরুরি। নিয়মিত চুলের যত্ন না নিলে চুলের সৌন্দর্য ধরে কিন্তু বেশ কঠিন।
চুলের স্বাস্থ্য বজায় রাখতে গেলে নিয়মিত চুল কাটাও জরুরি। হেয়ার কাট মুখের সৌন্দর্যের পাশাপাশি চুলের স্বাস্থ্যও বজায় রাখে।
দূষণ, রোদ, অপুষ্টি ও অযত্নের কারণে চুলের বারোটা বাজে। চুলের একটা অংশ নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। তখন চুল কাটা দরকার।
চুলের ডগা ফেটে গেলে। চুল নিস্তেজ ও নির্জীব হয়ে গেলে চুল কেটে নিতে হয়। আবার স্টাইলের জন্যও অনেকে হেয়ার কাট করেন।
অনেকের ধারণা নিয়মিত চুল কাটলে চুল পড়া কমে, নতুন চুল দ্রুত গজায়। এগুলো ভুল ধারণা। তবে, চুলের স্বাস্থ্য অবশ্যই উন্নত হয়।
অনেকে বছরে একবার চুল কাটেন। আবার কেউ ৫-৬ মাস ছাড়াই পার্লারে যান। কিন্তু কত দিন অন্তর চুল কাটা উচিত, সেটা কি জানেন?
বিশেষজ্ঞদের মতে, প্রতি ৩-৪ মাস অন্তর চুল অল্প করে ছেঁটে নেওয়া উচিত। এতে চুলের টেক্সচার ও সুস্থ খুব ভাল থাকে।
নির্দিষ্ট সময়ের পর পর চুল কেটে শুধু ক্ষতিগ্রস্থ অংশগুলি বাদ দিন। বেশি ছোট করার দরকার নেই। এতে চুলের স্টাইল ও স্বাস্থ্য বজায় থাকবে।
আরও পড়ুন