26 March, 2024
ফ্রিজ়ি হেয়ার থেকে মুক্তি পান নিমেষে
credit: Pinterest
TV9 Bangla
গরম পড়তেই বেড়েছে চুলের নানা সমস্যা। যার মধ্যে অন্যতম হল রুক্ষতার সমস্যা।
এই সময় চুলে আর্দ্রতার অভাব দেখা যায়। ফলে চুল ক্রমশ রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এই সমস্যায় কি আপনিও ভুগছেন?
চিন্তা নেই, ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি। জেনে নিন তার জন্য কী করতে হবে।
চুলের রুক্ষতার সমস্যা মেটাতে ডিমের উপর ভরসা করতে পারেন। একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন।
এরপর তাতে এক থেকে দু'টি ভিটামিন ই ক্যাপসুল দিন। এ বার মিশ্রণটি ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন টকদই। চুল নরম করতে সাহায্য করে টকদই। তবে টকদইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে আরও ভাল উপকার পাবেন।
চুলের রুক্ষভাব দূর করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। এই রস চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে।
একটি পাত্রে পেঁয়াজের রস নিন। তাতে কয়েক ফোঁটা নারকেল তেল দিন। এ বার চুলে ভাল করে লাগিয়ে নিন।
আরও পড়ুন