13 JUN 2025

নিজের শখের বিয়ার্ডের যত্ন নিচ্ছেন তো? বর্ষাকালে কিন্তু আছে এইসব বিপদ

credit:TV9

TV9 Bangla

পুরুষের ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হল তাঁর দাড়ি। সঠিক যত্ন না নিলে দাড়ি রুক্ষ, অগোছালো হয়ে পড়ে। দাড়িকে নরম, মসৃণ ও মোলায়েম রাখতে হলে নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। রইল দাড়ির যত্ন নেওয়ার ৭ টিপস।

নিয়মিত ক্লিন করুন, প্রতিদিন দাড়ি পরিষ্কার করুন। ধুলো, ঘাম ও তেল জমে দাড়ি রুক্ষ করে দেয়। একটি ভালো মানের জেন্টল বিয়ার্ড শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে ২–৩ বার।

কন্ডিশনার ব্যবহার করুন। শুধু শ্যাম্পু নয়, ভালো মানের বিয়ার্ড কন্ডিশনার বা সফটেনার ব্যবহারে দাড়ি থাকে কোমল ও সিল্কি। এটি দাড়ির রুক্ষতা ও জট দূর করে।

বিয়ার্ড অয়েল লাগাতে পারেন। প্রতিদিন স্নানের পর কয়েক ফোঁটা বিয়ার্ড অয়েল হাতে নিয়ে ভালোভাবে দাড়িতে ম্যাসাজ করুন। এটি দাড়িকে নরম রাখে এবং চুলকানি কমায়।

সঠিকভাবে ব্রাশ করুন। একটি বিয়ার্ড ব্রাশ দিয়ে প্রতিদিন দাড়ি আঁচড়ান। এতে দাড়ির গঠন সুন্দর হয় ও ত্বকের তেল সমভাবে ছড়িয়ে পড়ে।

জল খাওয়াটাও জরুরি। শরীর হাইড্রেটেড না থাকলে দাড়ি শুষ্ক হয়ে পড়ে। প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন। দাড়ির ডগা ছেঁটে রাখলে রুক্ষতা কমে ও গঠন ঠিক থাকে। অন্তত সপ্তাহে একবার ট্রিম করুন।

স্বাস্থ্যকর খাবার খান। প্রোটিন, ভিটামিন বি ও ই যুক্ত খাবার দাড়ির স্বাস্থ্য ভালো রাখে। ডিম, বাদাম, সবুজ শাকসবজি ও ফল বেশি খান।