31 January 2024
নারকেল তেলের গুণ ঘন
কালো চুল পাবেন গ্যারান্টি
credit: istock
TV9 Bangla
প্রাচীনকাল থেকে চুলের দেখভালে নারকেল তেল ব্যবহার হয়ে আসছে। নিয়মিত এই তেল মাখলে বুড়ো বয়সেও ঘন-কালো চুল থাকবে।
নারকেল তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এটি চুলের ফলিকল ও স্ক্যাল্পে পুষ্টি জোগাতে সাহায্য করে। চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।
চুলের যত্নে এই তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। নিয়মিত নারকেল তেল মাখলে চুল অনেক বেশি নরম ও মসৃণ হয়।
চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে নারকেল তেল। খুশকির সমস্যা দূরে রাখতে এই তেল দারুণ সহায়ক।
নারকেল তেল মাখলে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে। চুলের ঘনত্ব বাড়ে। এবং ফ্রিজিনেস ও দু'মুখো চুলের সমস্যা দূর হয়।
চুলের ক্ষয় পুনরুদ্ধার করতে নারকেল তেল মাখার অভ্যাস মাখার গড়ে তুলুন। কিন্তু কোন উপায়ে নারকেল তেল মাখবেন, তা কি জানেন?
সপ্তাহে ৩-৪ দিন আপনি চুল ও স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করতে পারেন। সবসময় খাঁটি ও ভাল মানের নারকেল তেল ব্যবহার করুন।
ব্যবহারের আগে নারকেল তেল অল্প গরম করে নিন। তারপর এটি চুল ও স্ক্যাল্পে মালিশ করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন