18 February 2024

নুড লিপস্টিক পরলে ফ্যাকাশে দেখায়?

credit: istock

TV9 Bangla

বিগত কয়েক বছরে নুড লিপস্টিক ভীষণভাবে ট্রেন্ডে। নুড লিপস্টিক ছাড়া মেকআপ কিট তা ভাবাই যায় না।                                                            

বিশেষত রোজের অফিস অথবা ছোট ঘরোয়া অনুষ্ঠানে এই রঙের লিপস্টিক খুব জরুরি।                                                            

কিন্তু অনেক সময় নুড লিপস্টিক ঠোঁটে লাগালে আরও ফ্যাকাশে দেখায় । প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে! রইল সমস্যার সমাধান।                                                            

নুড লিপস্টিক লাগালে ফ্যাকাশে দেখানোর কারণ কখনই লিপস্টিক নয়, শুনতে কী খুব অদ্ভুত শোনাল?                                                            

নুড লিপস্টিক সাধারণত বেইজ অথবা ব্রাউন হয়। স্কিন টোনের সঙ্গে অনেক সময় নুড লিপস্টিক ফ্যাকাশে দেখাতে পারে। তাই গালে ব্লাশ কিংবা ব্রঞ্জার দিতে পারেন।

অনেকেই ঠোঁট বড় দেখানোর জন্য হালকা রঙের লিপস্টিকের সঙ্গে গাঢ় লিপলাইনার ব্যবহার করেন।                                                            

কিন্তু এটা সবসময় সঠিক রাস্তা নয়। লিপলাইনারের সঙ্গে সঠিক ভাবে লিপস্টিকটি মেশালে তবে আসে আসল রং।                                                            

নিজের জন্য নুড রং পছন্দ করার আগে মাথায় রাখা উচিৎ স্কিন টোন। ত্বক ও চামড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নেওয়া উচিৎ উপযুক্ত লিপস্টিকের রং।