কয়েক মিনিটেই ১০০ শতাংশ চার্জ হবে ফোনে, জানুন সেই ট্রিকস
credit: getty images
TV9 Bangla
আজকাল মোবাইল সর্বস্ব জীবন। তাই আনন্দের সময় হোক বা বিপর্যয়ের, হাতের মুঠোফোনটি সচল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বিপদে পড়লে এই মোবাইল হয়ে উঠতে পারে মুশকিল আসান।
হঠাৎ করে কোনও বিপদে পড়লে যদি প্রশাসনের সাহায্য প্রয়োজন হয়, তাহলেও ফোন করার জন্য প্রয়োজন মোবাইল। তার উপর আবার মৌসম ভবন বলছে আজকে রাতে হানা দেবে 'দানা'।
সুতরাং মাঝরাতে বিদ্যুৎ চলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। াতই ঝট করে ফোনে চার্জ হওয়াটা খুবই প্রয়োজনীয়। কী করলে মুহুর্তের মধ্যে ১০০ শতাংশ চার্জ হবে ফোনে? জেনে নিন সেই ট্রিকস।
দ্রুত ফোনে চার্জ দিতে হলে, মোবাইল চার্জে বসানোর পরে তা আর ঘাটাঘাঁটি করবেন না। এতে চার্জ হতে অনেক সময় লাগে। আরও ভাল হয় যদি, মোবাইল সুইচ অফ করে চার্জে বসাতে পারেন।
মোবাইলে চলতে থাকা অ্যাপের কারণে অনেক সময় খুব ধীরে ধীরে চার্জ হয়। তাই চার্জে বসানোর আগে দেখে নিন, মোবাইল ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। তাহলে সেগুলি বন্ধ করে দিন।
মোবাইলে যদি কোনও চার্জ কমে যায়, তাহলে আগে ব্রাইটনেস কমিয়ে দিন। ব্রাইটনেস বেশি থাকলে চার্জ তাড়াতাড়ি শেষ হয়। ফোন ঘাটাঘাঁটি কমিয়ে দিন।
চার্জ দেওয়ার সময় মোবাইল ইন্টারনেট চালু থাকলে মোবাইল চার্জ হতে অনেক বেশি সময় লাগে। তাই চার্জে দেওয়ার সময় ইন্টারনেট বন্ধ করে রাখুন।
দুর্যোগের সময় কখন হুট করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে তা বলা যাবে না। তাই কখনই সম্পূর্ণ চার্জ শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন না। বরং ৪০ শতাংশের নীচে গেলেই আবার চার্জ দিয়ে রাখুন।