31 August 2024
ফোন হ্যাক হয়েছে? বুঝবেন যে উপায়ে
credit: istock
TV9 Bangla
ইন্টারনেটের যুগে মানুষকে ঠকানো আরও সহজ হয়ে উঠেছে। হ্যাকাররা বিভিন্ন উপায় খুঁজে বের করছে, নতুন নতুন ফাঁদ পাতছে।
আজকাল মুঠোভর্তি ফোনেই গোটা দুনিয়া। তাই স্মার্টফোনকেই টার্গেট করা হচ্ছে। ম্যালওয়ার অ্যাপ ইনস্টল করে হ্যাক হচ্ছে ফোন।
ডার্কগেট, ইমোটেট, লোকিবট—এমন বিভিন্ন ধরনের ম্যালওয়ার রয়েছে, যার মাধ্যমে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে।
এই ম্যালওয়ারগুলো ব্যবহার করে হ্যাকররা আপনার ডেটা চুরি করছে আর আপনি জানতেও পারছে না। কিন্তু এটা প্রতিরোধ করবেন কীভাবে?
যদি আপনার ফোনে এমন কোনও অ্যাপ থাকে, যা আপনি ডাউনলোড করেননি, তাহলে তা দেখা মাত্র আনইনস্টল করুন।
কোনও অ্যাপের অথেন্টিসিটি যাচাই না করে ইনস্টল করবেন না। এতে ফোন থেকে তথ্য চুরি হতে পারে এবং ডিভাইসটি স্লো হয়ে যায়।
হ্যাকিংয়ের সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তাই ভয় পেয়ে ফোনটিকে রিসার্ট করবেন না। এতে বিপদ বাড়বে।
ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, বুঝবেন ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার চলছে। এতে আপনার অজান্তে ডেটা চুরি হচ্ছে।
আরও পড়ুন