পুজো কিন্ত এখনও শেষ হয়নি। তাই এখনই ত্বকের যত্ন নেওয়া ছেড়ে দিলে ভুল করবেন। তা ছাড়া পুজোর সময় নিত্যদিন নতুন নতুন মেকআপের চোটে ত্বকের হাল এমনিই বেহাল। তাই ত্বকের যত্ন নিতে বেছে নিতে পারেন সিরাম। কিন্তু আপনার ত্বকের জন্য কোন সিরাম ভাল?
পর্যাপ্ত আর্দ্রতার অভাবেই মূলত বেশিরভাগ সময় ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। তাই এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন সম্পন্ন সিরাম বেশ উপকারী। হায়ালুরোনিক অ্যাসিড ত্বকে বলিরেখা পড়া আটকাতে সাহায্য করে।
বেশি তেলতেলে নয়, আবার বেশি শুষ্কও নয়, এমন সুন্দর ত্বকের অধিকারী সবাই হন না। এই ধরনের ত্বকে সারা বছরই নরম ও মসৃণ ভাব বজায় থাকে। তবে যত্ন না নিলে এই ত্বক নষ্ট হয়ে যেতে পারে।
ত্বকের শুষ্ক ও রুক্ষতা আটকাতে যে সিরামগুলি সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য, তা নির্দ্বিধায় ব্যবহার করা যাবে। সাধারণত এই ধরনের ত্বকের ক্ষেত্রে ভিটামিন সি ও রেটিনল সমৃদ্ধ সিরাম বেছে নেওয়া দরকার।
ব্রণ-প্রবণ ত্বকের সমস্যায় ভোগেন কমবেশি অনেকেই। ব্রণ-প্রবণ ত্বকের বড় সমস্যা হল ব্রণের কারণে ত্বকে তৈরি হওয়া উন্মুক্ত রোমছিদ্র। ত্বক মসৃণ রাখতে হলে এই রোমছিদ্রগুলি বন্ধ করা প্রয়োজন।
তাই এর সেই রোমছিদ্র বন্ধ করতে ত্বকের উপযোগী সিরাম প্রয়োজন। ব্রণ-প্রবণ ত্বকের জন্য স্যালিস্যালিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম ব্যবহার করা ভাল। এই অ্যাসিড রোমছিদ্র বন্ধ করতে সাহায্য করে।
সাধারণ ত্বকের ব্রণ, বলিরেখা, মেছেতার মতো ত্বক সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতেই পারে। এই সমস্যা প্রতিরোধ করার জন্য উপযুক্ত সিরাম ব্যবহার করা প্রয়োজনীয়।
সর্বধরনের ত্বকের জন্য যে সিরাম ব্যবহার করতে পারেন তাতে নিয়াসিনামাইড, আরবুটিন এবং ভিটামিন সি-র মতো কয়েকটি উপকারী উপাদান থাকাটা জরুরি। তাই ভবিষ্যতে সিরাম কেনার আগে এই বিষইয়গুলি মাথায় রাখুন।