04 February 2024

জল ছাড়া লেপ-কম্বল পরিষ্কার করার উপায়

credit: Pinterest

TV9 Bangla

কমতে শুরু করেছে শীত। এ বার লেপ-কম্বল তুলে রাখার পালা। সারা শীতে এই লেপ-কম্বল ব্যবহার করার ফলে তা ময়লা হয়েছে বিস্তর।

সেই ময়লা লেপ-কম্বল তো আর আলমাড়িতে তুলে রাখা যায় না। কেচে পরিষ্কার করে রাখাটা জরুরি। আর লেপ-কম্বল কাচার নাম শুনলেই গায়ে জ্বর আসে অনেকের।

অনেকের কাছেই এটা বড় ঝক্কির কাজ। বাড়িতে কম্বল ধুতে ভয়ও পান অনেকেই, পাছে খারাপ হয়ে যায় সেই ভয়ে।

তবে উপায় আছে,যা মানলে জল ছাড়াই লেপ-কম্বল পরিষ্কার করে নিতে পারবেন আপনি। জেনে নিন তার জন্য কী করতে হবে।

জলের প্রয়োজন নেই। দরকার শুধু বেকিং সোডা। প্রথমে কম্বলটি ভালোভাবে বিছিয়ে দিন। এরপর ছাঁকনিতে শুকনো বেকিং সোডা ছেঁকে নিয়ে ভালো করে কম্বলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন।

৩০ মিনিট পর ব্রাশ দিয়ে কম্বলটি ভালো করে ঘষে সোডা মুছে দিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।

দীর্ঘদিন ব্যবহার এবং না ধোওয়ার ফলে অনেক সময় কম্বলে দুর্গন্ধ হতে পারে। এর সমাধানের জন্য গোলাপজল ও ভিনেগারের মিশ্রণ ব্যবহার করুন।

প্রথমে একটি স্প্রে বোতল নিয়ে তার মধ্যে গোলাপজল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। সেই তরল মিশ্রণ কম্বলের ওপর ভালো করে স্প্রে করুন। এরপর কম্বলটি কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন। এতে কম্বলের দুর্গন্ধ দূর হবে সহজেই।