21 July 2024

ওয়াইন থেকে পেনের কালি, নিমেষে দূর হবে জেদি দাগ

credit: istock

TV9 Bangla

সপ্তাহান্তে বাড়িতে পার্টি রাখেন অনেকেই। আর পার্টি মানেই রকমারি খাওয়া দাওয়া। ফলের রস থেকে ওয়াইন নানা পানীয়ের সম্ভার।

কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। পার্টির মাঝে যদি হঠাৎ করে কার্পেটে চলকে পড়ে কোনও পানীয়! বা কোনও খাবার।

তখন সেই দাগ তুলতে জেরবার জীবন। কিন্তু দাগ যেমন হোক না কেন এই টোটকা জানলে মুশকিল আসান হবে সহজেই। 

কার্পেটে যদি পড়ে ফলের রস, ১০ মিনিট শেভিং ক্রিম লাগিয়ে রাখুন। ভেজা স্পঞ্জ বা টুথব্রাশ দিয়ে শেভিং ক্রিম পরিষ্কার করে, ভেজা কাপড় দিয়ে ওই জায়গাটি মুছে নিলেই হবে। 

কার্পেটে যদি টমেটো সস পড়ে গেলে সেখানে অল্প ভিনিগার ঢালুন। এক ঘণ্টা পরে, জামাকাপড় কাচার সাবান জলে গুলে ভিজিয়ে কার্পেটের ওই অংশটি মুছে নিন।

যদি ওয়াইন পড়ে সঙ্গে সঙ্গে টিস্যু কাগজ ভেজা জায়গায় রেখে দিন। কাগজ ওয়াইন কিছু টেনে নেবে। বেকিং সোডা ছিটিয়ে আধ ঘন্টা পরে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।

মার্কার, স্কেচপেন বা পেনের কালি কার্পেটে পড়ে গেলেও কিন্তু বেশি ভাবার প্রয়োজন নেই। এই দাগ তোলা সম্ভব। 

প্রথমে কার্পেটে দাগ লাগা জায়গায় ভিনিগার স্প্রে করুন। এবার নরম কাপড় দিয়ে জায়গাটি পরিষ্কার করুন। দেখবেন দাগ উঠে যাবে নিমেষে।