31 August 2024
শ্যাম্পু ছাড়াই চুলকে ভাল রাখুন
credit: istock
TV9 Bangla
শ্যাম্পু না করলে চুলের বেহাল দশা হয়ে যায়। চুলে ও স্ক্যাল্পে ময়লা, তেল, জীবাণু জমতে থাকে। তাই শ্যাম্পু না করে থাকা সম্ভব নয়।
রোজ শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে ২-৩ দিন অন্তর শ্যাম্পু করুন। কিন্তু শ্যাম্পু ছাড়া চুল পরিষ্কার করবেন কীভাবে?
চুলকে সুন্দর রাখতে শ্যাম্পু না বদলে লাইফস্টাইলে পরিবর্তন আনুন। নিয়মিত বালিশ কভার বদলান। স্লিকের তৈরি বালিশ কভার ব্যবহার করুন।
নিয়মিত চুল আঁচড়ান। এতে চুলের বৃদ্ধি ঘটে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত হয়। পাশাপাশি স্ক্যাল্পে অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন কমে যায়।
সারাক্ষণ চুলে খুলে রাখলে বেশি ময়লা পড়ে, জট পড়ে যায়। তাই চুল বেঁধে রাখার চেষ্টা করুন। এতে চুলের ক্ষয়ও এড়ানো যায় সহজে।
শ্যাম্পু না করলেও চলবে। কিন্তু রোজ সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিন। এই চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার ও তরতাজা রাখতে সাহায্য করবে।
শ্যাম্পু ছাড়া চুল পরিষ্কার করতে অ্যাপেল সাইডার ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করুন। এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন।
চুল সবসময় ঠান্ডা জল ধোবেন। গরম জল চুলে ঢাললে চুলের বারোটা বেজে যায়। চুল রুক্ষ ও নিস্তেজ হয়ে যায়। আর্দ্রতা নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন