17 July 2024

৩ উপায়ে নিমেষে দূর হবে চিমনির জেদি তেলকালি   

TV9 Bangla

রান্নাঘরের দেওয়ালে, স্ল্যাবে, তাকে, কোণে প্রতিদিন একটু একটু করে জমে তেলকালি, ভুশো। সেই তেলকালি পরিস্কারে বেজায় ঝক্কি। 

রান্নার জেদি তেলকালি তোলা এমনিতেই খুব শক্ত। সেই তা যদি হয় চিমনির তেল তা হলে তো কথাই নেই! সেই দাগ তুলতে ঢের খাটনি!

কী ভাবে তুলবেন চিমনির জেদি দাগ? জানেন কি আপনার রান্নার ঘরের ৩ জিনিস কিন্তু করতে পারে কামাল। রইল সহজ কয়েকটি টিপস।

দুই চামচ বেকিং সোডা ও সামান্য জল মিশিয়ে মিশ্রণটি চিমনির উপরের অংশে ১ ঘণ্টা মাখিয়ে রাখুন। ভিজে তোয়ালে দিয়ে মুছে নিলে চকচকে চিমনি।

একটি ন্যাপকিন সাদা ভিনিগারে ভিজিয়ে  চিমনির বাইরের অংশ ভাল করে লাগিয়ে কিছু পরে ন্যাপকিন জলে ভিজিয়ে মুছে নিলেই তেল, কালি, গ্রিস পরিষ্কার।

লিক্যুইড ডিশ সোপ দিয়েও আপনি চাইলে অনায়াসে পরিস্কার করতে পারেন রান্নাঘরের চিমনি। ফিল্টার পরিষ্কার করতে তার জুড়ি নেই!

ফিল্টারটি আগে জলে ভাল করে ধুয়ে নিন। গরম জলে লিক্যুইড সোপ মিশিয়ে ফিল্টারটি ডুবিয়ে রাখুন। স্ক্রাবার দিয়ে ঘষে নিলে নিমেষে চকচকে ফিল্টার!

মনে রাখবেন প্রতি ৫-৬ মাস অন্তর রান্নাঘরের চিমনি পরিস্কার করা উচিত। বেশি নোংরা হলে সেই চিমনি পরিষ্কার করতে কালঘাম ছুটে যাবে।